Our Courses
Meet our Professionals
Chandan Chowdhury
Husne Ara
Ex-Professor, Notre Dame College, Dhaka
শিল্পকলা একাডেমি ইউ এস এ প্রবাসে মহীরূহ সম একটি সংগঠন।আমি অবশ্য এই সংগঠনটিকে প্রচলিত আর দশটি সংগঠনের মতো ভাবিনা।এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম এতটাই মৌলিক, বিস্তৃত এবং প্রাসঙ্গিক যা আমাদের এ প্রবাসে বাঙালি হয়ে থাকার শক্তি ও সাহস যোগায়।নতুন প্রজন্মের বাংলাদেশী-আমেরিকান সন্তানদের বাংলা ভাষা,বাংলার কৃষ্টি,শিল্প,সাহিত্য,সংস্কৃতি, ইতিহাস,ঐতিহ্য লালন ও ধারণ করে এ দেশে বসবাস করেও নিজস্ব সংস্কৃতি নিয়ে এগিয়ে চলার পথ দেখায়।বাঙালি সংস্কৃতিকে আরো ঋদ্ধ করার পথ নির্মান করে দেয়।
আমি শিল্পকলা একাডেমির এই শুভ লগ্নে একজন সাধারণ উপদেষ্টা হয়ে কিছু বলার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দবোধ করছি আরো বিশেষ কারণে যে এ বছর ২০২১ এর মার্চ মাসটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। একই সঙ্গে তাঁর বাঙালির মুক্তি সনদ ৭ মার্চের মহাকাব্যিক ভাষণ এবং ৩০ লাখ শহীদ ও ২ লক্ষাধিক মা-বোনের সর্বস্ব ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি,মনিকা রায় চৌধুরীর নেতৃত্বে শিল্পকলা একাডেমি তার জন্মের অঙ্গিকার রক্ষা করে আমাদের সন্তানদের এ দেশকে জানার এবং ভালোবাসার শিক্ষায় তাদের আলোকিত করবে।এ-ও বিশ্বাস করি যে,বাংলাদেশের স্বাধীনতা,মুক্তির সংগ্রামে মানুষের আত্মত্যাগ সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শ লালনে উজ্জ্বল ভূমিকা রাখবে।
শিল্পকলা একাডেমির সর্বাত্মক সাফল্য ও ক্রমাগত উন্নতি কামনা করি।
Sayed Maksudul Alam
IT Specialist and Community Developer
Need detail